About Us
ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় ১৯৭৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটি ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল নামেও পরিচিত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়টির সনাক্তকরণ নম্বর (EIIN) নির্ধারণ করা হয়েছে 114676। প্রতিষ্ঠার দিনই ইসলামী বিশ্ববিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় সরকারিভাবে স্বীকৃতি লাভ করে এবং মাধ্যমিক স্তরে অনুমোদিত হয়।
২০১৩ সালে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী বিশ্ব বিদ্যালয় হাই স্কুল। বর্তমানে প্রতিষ্ঠানটি এই নামেই পরিচিত।
শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইসলামী বিশ্ব বিদ্যালয় হাই স্কুল সরকারের মাসিক বেতন আদেশ (এমপিও) ব্যবস্থায় অন্তর্ভুক্ত। এমপিও সুবিধাভুক্তির জন্য বিদ্যালয়টির সরকারি নিবন্ধন নম্বর হলো 4211021301।
